প্রসঙ্গে যাওয়ার আগে কবিতার কাছে দু'একটি প্রশ্ন করি,কবিতা তুমি কেমন আছো ? ভালো না মন্দ ?
উত্তর নিরুত্তর ।কেননা কবিতার মনে বড় দঃখ । আমার কথা শুনে পাঠক বৃ্ন্দ বলবেন, আমি ঠিক পাগল
হয়ে গেছি । এ বিষয়ে আমার ছোটট একটি কথা,না
আমি পাগল হইনি ।তবে কবিতা যে আজ আর সুস্থ নেই এটাও সত্যি ।তার পরও একটি কথা ,কবিতা এবং পদ্য এক তো ? অনেকে এক বলবেন, আবার
না বলবেন । সেটাও কিন্তু অযৌক্তিক নয় । ঊন বিংশ
শতাব্দী পরযন্তও পদ্য এবং কবিতাকে এক বলত ।
কিন্তু আজ,ভিন্ন সুর শুনতে পাওয়া যায় । এক,ছন্দ বা
মিলের কবিতা; অন্যটি,গদ্য কবিতা ।ছন্দের কবিতায়
একটা নিদৃ্স্ট মিল থাকে আর গদ্য কবিতায় মিলের
কোন ঝামেলায় নেই ।এখন সেই যুগ চলছে ।যে কারনে ছন্দের কোন ধার ধারে না,কাব্য,বা কবিতার
কোন বালাই নেই ।আধুনিক শিক্ষার করম নাশা কারনে আজ এ অবক্ষয় দেখা দিয়েছে বলতে হবে ।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর হাত দিয়েই গদ্য
কবিতার জন্ম হয়েছে বিধায় এ সম্পরকে আজ আর
কার কোন মাথা ব্যাথা নেই । কিন্তু এ সম্পরকে
আমার অভিমত, পদ্য এবং কবিতাকে ভিন্ন সারিতে
দাঁড় করাবেন না তাহলে পূরব সূ্রীরা কস্ট পাবেন ।