শূ্ন্যতা, ভরে আছে না পাওয়ার গ্লানিতে,
  শুধু ধিক্কার দেয় বুক ভরা গালি,
  তবুও ভীত নয়,এতটুকু নিয়ে আশা-
  বুক বাঁধে;যদি কখনো আসে ফিরে সে ।
  নিমেষের ঘড়ির কাঁটাটা দোষারোপ ক'রে-
  জীবনকে বার বার ধুনতে চায়;
  হোঁচট খায় সুক্ষ্ম চিন্তা গুলো-
  অবুঝ মনে দেয় যেন এতটুকু সান্ত্বনা !