২০০৩ সালের কথা। দেখতে দেখতে এক যুগ পেরিয়ে
গেছে।আমার উপজেলায় অনুপ্রাস কবি সংগঠন খুব
জোরদার।সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি আমি।
সভাপতি মরহুম ডাঃ সিরাজুল ইসলাম।সারসা উপজেলার কবিদের নিয়ে সংগঠনটির জন্ম ১৯৯৫'তে।
আঃ রাজ্জাক বাবু,মাস্টার আতিয়ার রহমান,মাস্টর
রফি উদ্দিন,আলি মুনছুর,বাবুল খন্দকার,ফাতিমা পার-
ভীন স্বপ্না,প্রভাষক পিনাকী গুপ্ত,আঃ রহমান কওছার
আহমেদ,মইন উদ্দিন,আহসান উল্লাহ সাগর,এম,এ
আজিজ ,আলতাফ হোসেন প্রমুখ কবিদের নিয়ে সংগঠনটি জন্ম লাভ করে।সপ্তাহে একদিন কবিতার
আসর বসত।আসরে কবিরা উপস্থিত হয়ে স্বরচিত
কবিতা আবৃওি করতেন।মাসিক সভায় সিদ্ধান্ত হয়-
সম্মিলিত কবিতার বই বা ম্যাগাজিন প্রকাশ করতে
হবে। সিদ্ধান্তানুযায়ী সারসা অনুপ্রাস কবি সংগঠ্ন
২০০৩ সালে 'কথামালা'কাব্য ম্যাগাজিন প্রকাশ করে।
চার ফারমার ম্যাগাজিনে কবিতা ছাড়াও ছোট গল্প,
প্রবন্ধ প্রকাশিত হয়। পরবরতিতে কাব্য ম্যাগাজিন
চন্দ্র বিঁন্দু প্রকাশিত হয়। সে সব কবিরা আজো
নিরলস ভাবে লিখে চলেছেন। লেখালেখির মাঝে
বলতে হবে বেঁচে আছেন তাঁরা ।