কবিতা আমার হাসতে জানেনা,
কাঁদতে জানেনা,
ভালোবাসতে জানেনা কাউকে;
কেননা,কে আছে ভালোবাসার?
রক্ত ঝরা লাল বুলেট,
ঝরিয়ে দেয় খুন,
হাসে-ক্রীতদাসের ভয়াল হাসি;
অট্টহাসির উল্লসিত রোঁদন ।
সব অনিয়ম বন্ধন;
টুটিয়ে দেখাবে পথ-
অধিকার আদায়ে,
খেটে খাওয়া শান্তি প্রিয় মানুষের!