সেই দিনটি আমার আজো মনে আজে,
সোহাগে আমায় ডেকে নিয়েছিল কাছে।
মুখে মিষটি হাসি সে-যে মোরে ইশারায়,
তারি মাঝে যেন আমি নিজেকে হারায়।
বেদনা অশ্রু-ভরা নয়নে তার অগ্নি জ্বলে,
কারে সে বধিবে কি জানি বুঝি কোন ছলে।
বিধাতা যেন তারে গড়িয়া যতন,
পাঠাইল মোর গেহে মনের মতন।
মনে ব্যথা স্মরি আমি করি কি উপায়,
দু'চোখে অশ্রু নামে আঁধার ঘনায়।
এ ভূ্বনে কত শত রঙের মেলায়,
জীবন কেটেছে কত মোহের খেলায়।
কেও আসে কেওবা যায় আপন মনে,
দেখা হবে বুঝি মোর ঠিক তার সনে।
বিদায়ের অন্ত গীত গেয়ে বার বার ,
ঝরে ফুল প্রতিদিন লেখা নাই তার।
কুঁড়ে ঘরে ফিরে এসে জ্বালালেম দীপ,
মম স্মৃ্তি পটে ভাসে যেন মহিমা শিব।
দেখেছি সেদিন আমি ভূ্বন তরুর ছাঁয়ে,
দূ্র হ'তে দেখেছি তারে নূ্রের বস্ত্র গায়ে।
তারি পদ ধ্বনি শুনি আজি তাই শ্বশানে,
অপরুপ শোভা নিয়ে এসেছিল ভূবনে।
হারিয়ে যাওয়ার অন্তহী্ন বেদনা নিয়ে,
চলে গেল বিধাতার  ভূ্বন কাঁদায়ে।
জীবনের সব হাসি গীত গুলি গেয়ে,
একাকি চলি তাই বিদায়ের পথ বেয়ে।
জীবন বসন্তে যেন শত যুগ পেরিয়ে,
দূ্র কোন অজানায় বুঝি গেল হারিয়ে।
মৃ্ত্যুকে আমিও যে করিব আলিঙ্গন,
বিধাতার সে নিয়ম হবেনা অলংঘন।
কে ঠেকায়ে রাখিবে কার আছে হিম্মৎ,
সব কিছুই ছিড়িবে সে যে মহব্বত ।
কত যুগ ধরি চলিছে আপন মনে,
মনে হয় স্বরগে দেখা হবে তার সনে।
আশার আলোক জ্বেলে এ মনে জপি,
নিজেকে দিয়েছি আজি তার সনে সপি।
এবার টানিয়া ইতি এ মধুর জীবন,
দেখা হবে তার সনে জানিনা কখন !