ওই দু'টি চোখে,
দেখেছি আমি-
সাত সাগরের হাত ছানি,
বৃষটি ঝরাবে বুঝি!
ধূসর কালো মেঘের ছায়া,
মায়াবী নীল হরিণ-
তার সে চাহনী,
শত জনমের তৃঞ্চা ভরা।
কারে, সে যেন ডাকে-
দূ্র থেকে কাছে-আরো কাছে,
জীবনেরে শোনাতে গান-
ডাকে বুঝি তাই একান্তে।