যাচ্ছি আমি যাচ্ছি মাগো
যাচ্ছি চাঁদের দেশে।
চাঁদকে জয় করে মাগো
ফিরছি বীরের বেশে।
চাঁদের দেশে শুধু পাহাড়
নেইকো সাগর নদী।
নিঝুম রাত নিরবতা
বইছে নিরবধি।
চাঁদের বুড়ী কয় যে কথা
দিন রাত্রি রোজ।
কথার ফাঁকে সে যে তোমায়
নেয় শুধু মা খোঁজ।
সবাই দেখে চাঁদের বুড়ি
দোয় যে গাভীর দুধ।
শুক্র শনি সোম রবি
আর মঙ্গল বুধ ।
কতদিন মা কওনি কথা
রয়েছ তুমি বাড়ী।
আমার সাথে না কইলে কথা
করব মাগো আড়ি।