আজো খুঁজছি তোমাকে
অনাদি অনন্ত কাল ধরে,
বিশ্ব চরাচরে লকালয়ে-
ধীর মন্থর অবসহীন গতি।
মনে কি পড়ে তোমার
দেখা হল দুজনে যেদিন,
নিভৃতে একান্তে নিরজনে,
বসে আছি সে এক বটছায়ে ।
এলে তুমি মৃদু মন্দ-পায়ে,
যেন দাঁড়ালে মুখমুখী ।
আনত ও দুটি নয়ন,
তৃষ্ণায় ভারাক্রান্ত,
মিনতি ভরা করুণ রাগিনি;
কাঁধে রেখে দুহাত;তারপর?
না,উত্তর দেই দ্বিধাহীন চিত্তে,
উঠে পায়ে পায়ে চলি,
ঠিকানাহীন গন্তব্যে খুঁজতে কি যেন,
তোমার ছবিটা মিলিয়ে নেই অ্যালবামে।
ভেসে ওঠে স্মৃতি পতে-
খেলার দৃশ্য তোমার।-কতদিন-
কত মাস কত বছর ছুয়ে,
কেটে গেল যুগ-যুগান্ত নগ্ন পায়ে,
এসেছি খুঁজতে তারাদের মাঝে,
জিজ্ঞাসা করেছি তোমার কথা,
উত্তর নেই প্রশ্নের; নিস্তব্ধ নীরবতা,
সহসা ভেসে আসে পুবালী কণ্ঠে'আমি'
এখন আকাশ ছুঁয়ে থাকি,
শুধু তোমার অপেক্ষায়।
আসবে কি প্রিয় পাশে মর,
আলোড়ন তুলে নক্ষত্ররাজীর মাঝে!