পরিবেশ,কালে কোন কবির মানস গঠনে বিশেষ প্রভাব
ফেলে থাকে।যে কোন সচেতন শিল্পী স্বকালকে অস্বীকার
করতে পারেন না।আর সমাজ পরিবেশকেও দূরে রাখ্তে
পারেন না।কাজী নজরুল ইসলাম এমন এক সময় বাং-
লা কাব্য সাহিত্যে আবিরভূত হন যখন দেশমুক্তির সং-
গ্রাম সু-উচ্চ গ্রামে পৌঁছেছে,সমাজের কুসংসকারের বিরু
দ্ধে চির বিক্ষোভ শুরু হয়েছে।নজরুল কাব্যে তাই উদ্দী-
পনা সঞ্চারী ভাব এবং সামাজিক কুসংসকারের বিরুদ্ধে
রুদ্রবাণী ধ্ব্নিত হয়ে ওঠে।তারঁ অকুতোভয় ও নিরভীক
সত্য উচ্চারণে বাংলা কাব্য কোমল খাদ থেকে একে-
বারে সপ্তমে চড়ে গেল-অগ্নিঝরা বিদ্রোহী কবি মানুষকে
দীপ্ত ও চঞ্চল করে তুলল। বিদ্রোহী কবি অভিধায় তিনি
অবিহিত হলেন।কিন্তু কাজী নজরুল ইসলাম প্রকৃত প্র-
স্তাবে বিদ্রোহী কবিই শুধু ছিলেন না,তিনি ছিলেন প্রেমি-
ক কবিও।তাঁর রোমান্টিক কবি মানস অস্থির হয়ে উঠে-
ছিল সামাজিক কুসংসকার,অসাম্য,উৎপীড়ন ও রাজ
শক্তির অত্যাচার শোষণ দেখে।তাঁর প্রেমঘন মন,তাঁর সৌ্ন্দরযপিপাসু চিত্ত মানব মুক্তির মহৎ
বাণীর কাছে সমরপিত হলো।