বাংলা কাব্য সাহিত্যে মধূসুদন দত্ত আধুনিক উদ্গাতা।
বাংলাকাব্যের মধ্যযুগীয় ধারার অবসান ঘটিয়ে মধূসু
দন বাংলা কাব্যের কাহিনীতে এক বৈপ্লবিক পরিবর
তন আনেন। তিনি এ দেশের পৌরাণিক কাহিনীকে
তাঁর কাব্যের বিষয়বশ্তু  করেন এবং সে কাহিনীকে
পাশ্চাত্তের প্রসাধনে মারজিত করে এক নব্য ভাবনা
ও কাব্যরীতির আমদানি করেন।