হে মোর গানের পাখি,
শুধু যে তোমায় ডাকি ।
মায়াবী পৃথিবী ঘুরে ঘুরে,
এসেছি পান্থ জীবন তীরে।
সে এক সবুজ বনের বাঁটে,
সে এক অচিন পুরির ঘাঁটে।
যেখানে হাওয়া এসে মিশে,
সবুজ ধানের সবুজ শীষে।
ডাহুক ডাকা শব্দ শুনে,
হারিয়ে খুঁজি গহন বনে।
কাকলী কূজনে বাজে বাঁশী,
বাজে সুর মনে ক্ষনে হাসি।
তরুলতায় জড়িয়ে সেথা,
জানিনা সে মিশেছে কোথা।
চপল তরুর সে কল্পরাজি,
খুঁজি তাঁরে পাগলিনী সাজি।
মহুয়া বনে ডাহুক ডাকে,
হৃদয় পটে কার ছবি আঁকে।
ভালবাসার ছিন্ন মুকুল,
গেঁথে মালা ছিঁড়ি বকুল।
কাঞ্চন নয় মুক্তা নয়,
একটি নামে এত মধুময়।