ফুল ফুটতে না ফুটতে
ঝরে গেছে মঞ্জুরী।
অজান্তে তাই নিয়ে গেছে
অলিরা মন করে চুরি।
শুকিয়েছে মুকুল হায়
নীরস ফুলের বোঁটায়।
মধু বুঝি ঝরে গেছে
ঝরি ফোঁটায় ফোঁটায়।
সূর্যমুখী ফোটেনা'ক
হৃদয় কুঞ্জবনে।
অলিরা করেনা ভীড়
গুন-গুনা গুন গানে।
কেঁদে কেঁদে ফিরত সে
জীবন খেলার সাথী।
বাঁজত সুর ক্ষণে ক্ষনে
থেমে তিমির রাতি।
নীলাকাশের বুক চিরে
জ্বলত কোটি তারা।
মঞ্জুরী সব কইত কথা
হৃদয় পাগল পারা।
ঝরে যাওয়া সে মঞ্জুরী
কুড়িয়ে রেখেছি হায়।
ফুটবে বলে ঝরে গেছে
কভূ সে ফোটে নাই।
দিনের শেষে রাত্রি আসে
ব্যথার অশ্রু নিয়ে।
ফেলে গেছে একা মোরে
কাঁটার জ্বালা সহে।
কবিতার সুরে প্রাণ আজি
বুক ভরা বেদনায়।
সে বুঝি ফুটবে আবার
জীবন তীর মোহনায়।
জন্ম নিয়ে গেছে ঝরে
সাঁঝের ঝরা ফুল গুলি।
অজান্তে সে নিয়ে গেছে
আমার জীবন মঞ্জুরী!