উঠিলে চোখ পরে
শুধু খচ খচ করে
যন্ত্রনাও সেই সাথে।
তাকাতে গেলে
দুচোখ মেলে
থাকি শুধু কাতরাতে।
চোখ উঠেছে আমার
না পারি দেখতে আর
যন্ত্রনা ব্যথা হয়ে বাজে।
রঙ্গিন চশমা পরে
আলোরে আড়াল করে
চলিতে কষ্ট হয় কাজে।
চোখ ওঠা দেহের গরম
গগলস পরে লাগে শরম
নিরুপায় হয়ে চোখে পরি তাই।
কর্মে কাজে লাগে বাঁধা
দুচোখে লাগায় ধাঁ ধাঁ
সর্ষে ফুল চোখে দেখি হায়!