হে মোর স্রষ্টা তোমার কাছে এইটুকু মিনতী,
মিথ্যা পাপের কলঙ্ক কালিমা মুছে ফেল বিধাত্রী।
অত্যাচারের শোষণে আজি ভরা তোমার ডালি,
মিথ্যের আলো নিভিয়ে দাও সত্যের আলো জ্বালি।
ফিরিয়ে দাও এইটুকু আজ মোরা ভাই ভাই,
বিশ্বকে গড়ব বেহেস্ত সৃষ্টির সেরা মানুষ তাই।
দিকে দিকে আগুন জ্বলে মিথ্যেই পরিপূরণ,
সত্যের আঘাতে করব সব চূরণ বিচুরণ।
মানুষ হইয়া মানুষ হত্যা একি আজ অগ্নি শিখা,
মানুষে মানুষে গড়বে প্রীতি হয়েছিল তা লেখা।
সব কিছু ভুলে আজ গড়ে ভেদাভেদের প্রাচীর,
শোষণ আর নর হত্যা সবই যেন তার নজির।
ভেঙ্গে দাও ভেঙ্গে সব অত্যাচারীর হাতিয়ার,
সত্যের পথে পাঠাও হাতে দিয়ে তলোয়ার।
অত্যাচারীর ধ্বংস করে জ্বালাও আলোর সত্য,
দোযখ থেকে নয়ন মেলে দেখুক দানব দৈত্য।
ভেদাভেদ ভুলে এক যে হব মোরা ভাই ভাই,
সাম্যমৈত্রী গড়ব আজি একত্রে সবে তাই।
হে-বিশ্ব রাজ তোমার কাছে এই টুকু মিনতী,
মিথ্যা পাপের কলঙ্ক কালি মুছে ফেল বিধাত্রী।