আজো খুঁজছি নিরলস ভাবে
একটি মানবীকে-
অপরুপা হবে সে ঠিক
তোমারই মত শতরুপা !


তন্বী তনুলতা অপসরী যেন,
আমার মনের আয়নায় এসো
অন্তত একবার নব বধূরুপে,
দেখব তোমায়-
দুচোখ ভরে,রিদয় দিয়ে আনত নয়নে
অনন্ত কাল ।


তুমি রবে আমার সকল সওায়,
একাকার হয়ে মিশে যাবে-
রাখব আমি মনের মনি কোঠায়
ভালবাসার পরশ বুলিয়ে!


আনত নয়ন অবশেষে
পাঁপড়ী মেলে প্রেয়সী আমার
বুলিয়ে দিলে রিদয়ের ছোয়া
ঠোঁট ছুয়ে করলে একটুখানি আদর!