কবি বন্ধু কেমন আছো,
প্রশ্নটা এমনি ছিল....মনে,
ঘুরছিল পথে পথে আলুথালু বেশে-
হারিয়ে যাওয়া স্মৃতিকে খুঁজতে।


কথাসব প্রতিধ্বনি হয়ে ফিরে আসে
বারবার স্মৃতির আঙিনায়,
অব্যক্ত কাতর কণ্ঠে শোনায়-
হারিয়ে যাইনি আমি।


তারপর এক পলকের ব্যবধান,
দূর থেকে কাছে-আরো কাছে,
ঠিক বুকের মাঝে লুকিয়ে ঢাকে মুখ-
লক্ষ্মী চন্দ্রিমার মতো এ বুকে আমার।