জানালা দিয়ে তাকিয়ে থাকি বাইরে
দূরে অনেক দূরে-দৃষ্টির আড়ালে
খুঁজে ফিরি তোমারে নিভৃতে একাকী
যুগ-যুগান্ত দুহাত মেলে।


ভেজা দুচোখ বার বার খোঁজে
যন্ত্রণার আগুন পুড়িয়ে মারে
উদগীরিত বিসুভিয়াসের লাভা
ছড়িয়ে শোনায় গান অহরহ।


বেদনার সুর শুনিয়ে আসে
ঝরা পাতা ঝির ঝির বাতাসে
উড়ে পড়ে আছড়ায়,অবশেষে-
নিস্তেজ হয়ে আসে জীবনের স্পন্দন।