শান্তি লভেছি আমরা মাগো
মুক্তি আনিব জানি।
কুয়াশা নিশিতে চন্দ্রালোকে
আঁধার ফেলেছি টানি।


আমরা মরে যা আছি বেঁচে
পথ চলো পথ চলো।
অস্ত্র লও করেতে আজি
রক্ত মশাল জ্বালো।


মরণ পথের যাত্রি মোরা
মৃত্যুকে আজ দেখিয়ে দেব।
মুক্তির বাণী ছড়িয়ে দিয়ে
ওদের অস্ত্র কেড়ে নেব।


আঁধার আজি কেটে যেয়ে
উঠেছে ওই অরুণ রবি।
বঙ্গ-গীতি লিখলাম তাই
বঙ্গ মাতার তরুণ কবি।