ভালো ছিল সেই ন্যাংটা সভ্যতা,
আদিম মানুষের জীবন,  
বনে-জঙ্গলে পাহাড়ে আর-
লোকালয়ে বর্ণহীন বিচরণ !


সেই ভাল ছিল আধুনিক বেহায়া
সভ্যতার চেয়ে,অনেক অনেক গুণে,
গণতন্ত্রের মুখোশে নয়,নয়-
কোন মানবের ভাওতা বাজি,
কোলাহল বর্জিত নয় কোন তীব্র কান্না !


এনে দাও সেই আদিম জীবন-
জনপদ-যাযাবর-অরন্য সভ্যতা,
তবুও সে বেশ ভাল;
এ যুগের হায়েনা সভ্যতার চেয়ে !
যা দুচোখ ভরে দেখব আর-
দূরে থাকব লোভ-লালসা থেকে,
নিঃসীম আকাশের নীরবতা মাঝে-
ফিরব খুঁজে জীবন সাথীরে !