হতে চেয়েছি রুমিও-জুলিয়ট,
চেয়েছি হতে ইউছুপ-জুলেখা,
দেখেছি প্রেম শাজাহান-মমতাজের-
আর লাইলী-মজনুর ।

প্রেমের রাজ্যে হতে চেয়েছি অমর  
তোমাকে নিয়ে দুহাত বাড়িয়ে
যেতে পারি অমৃতের রাজ্যে-দুজন
তুমি আমি তুমি আমি কোন অনন্তে ।


রজকীনী-চন্ডীদাস,দেবদাস-পার্বতী,  
শিরি-ফরহাদ,ক্লিওপেট্রা,হেলেন-
আধুনিক সভ্যতার সিঁড়িধাপে
হতে চাই অজর-অমর ইতিহাসে ।


একদিন মরে যাব মিশে যাব
বিলীন-নিলীন হয়ে একটু একটু করে,
থাকবে স্মৃতিটুকু ইতিহাস হয়ে
জেগে রবে কথা কবে ধ্বংসের আগেওপরে ।