এই শহরে থাকার ইচ্ছে গেছে মরে
এখানে নেই বৃষ্টির সেই পরিচিত ঘ্রাণ
শুধু মানুষে মানুষে অহংকার হিংসা লোভ আর অভিমান


এই শহরে থাকার ইচ্ছে গেছে মরে
এখানে নেই মানুষ আর পাখির কোলাহল
শুধু ভুলে ভরা যন্ত্র আর অকৃতজ্ঞ রাজার মিথ্যের মহল


এই শহরে থাকার ইচ্ছে গেছে মরে
এখানে নেই গাছের সবুজ আর আকাশের নীল
শুধু বিশাল অট্টালিকা আর রাস্তায় নষ্ট রাজনীতির মিছিল


এই শহরে থাকার ইচ্ছে গেছে মরে
এখানে নেই মুক্ত হাওয়া একটু চাওয়া আর বাক স্বাধীনতা
শুধু স্বাধীনতার নামে লাল সবুজের প্যাকেটে মোড়ানো আছে পরাধীনতা