সমঝোতার গোলটেবিলে আমি ঠায় বসে ছিলাম তোমার অপেক্ষাতে।
তুমিএলে না!
এসে পৌছালো মেরুন রঙের খাম ভর্তি পরিচিত গন্ধ,
সাথে গুটি কয়েক এলোমেলো শব্দ।
“অপেক্ষায় থেকো না, আমি ফিরে যাচ্ছি”।


তুমি ধীর পাথে চলে গেলে শ্যামাঙ্গির মরিচিকা রথে।
শেষরাতের দমকা হাওয়ার মতো
আমাদের ভালোবাসার শেষ সন্ধ্যে প্রদীপটি নিভে গেল।
অথচ এই তুমিই একদিন উপত্যকার ভাঁজে ভাঁজে
সাজিয়ে রেখেছিলে রক্তকরবী তোরণ!
লাল গালিচার অভিবাদনে তুমিই গেয়েছিলে-


“And I would do anything for love, I'd run right into hell and back.
I would do anything for love, I'll never lie to you and that's a fact.
But I'll never forget the way you feel right now, Oh no, no way
And I would do anything for love."


এখন তা কেবলই স্মৃতি!
মেঘধ্বনির আড়ালে অতৃপ্ত আত্মা নিয়ে
আমি প্রতিনিয়তই ডেকে যাচ্ছি তোমায়।
সম্ভাব্য বেলা গরিয়ে যায় অবেলায়,
অসম্ভবের ফোড়ন কাটে সাঁঝ বাতি।
আর তখনই স্বপ্ন উদল বাসনা মিইয়ে যায় নিমেষে।
তবুও আমার মতো ক্লান্ত পথিকের
চোখ পড়ে রয় তোমার ফেরার পথে।


“অপেক্ষায় থেকো না”!!
তোমার এই গুটি কয়েক শব্দের উত্তর আমার জানা নেই।
তাইতো,আমি কেনই বা অপেক্ষায় থাকবো!
তবেকি জানো?
রাত হলে ড্রপসিন ওঠে শূন্য হৃদয়ে,
রাত হলেই পাল্টায় আমার আকাশের রঙ
দামাদোল বাজে মস্তিষ্কের নিউরন স্রোতে।
রাত হলে যাযাবরী স্মৃতিরা ছুঁড়ে ফেলে অন্ধকার প্রকোষ্ঠে,
নিয়ন আলো নিজস্বতা ভুলে যায় বিভ্রমে।
রাত হলেই আমি হয়ে উঠি তুমিময়।
তবুও কি বলবে, অপেক্ষায় থেকো না?


তুমি লিখেছো “আমি ফিরে যাচ্ছি”।
তুমি না জানালেও আমি তো জানি,
তোমার ফিরে যাওয়ারই কথা ছিলো।
ঝড়ের আঘাতে ছটফট করতে থাকা বিহঙ্গ
কতক্ষণই বা এক আকাশে উড়তে পারে!
তাছাড়া সব পাখিই নীড়ে ফিরে, তুমিও তার ব্যাতিক্রম নও।
তুমিই একদিন শিখিয়েছিলে,
ভালোবাসাকে শুধু আঁচলে বেঁধে রেখে লাভ নেই
স্মৃতির পাতাটি খুলে মাঝে মাঝে লাভ-ক্ষতির হিসাবটাও কষে রাখতে হয়।
আমিও না হয় তোমার ফিরে যাবার হিসেব কষবো!
আরআমার সাথে কাটানো সময়গুলো?
ভালোবাসার কথাগুলো?
ধরেনিও শুধু কথার কথা!!
কিংবা জীবনের একটা ঘোর মাত্র!!


তবেকি জানো,
সব কিছুর পরেও বিরহী কবিতারা যানান দেয়
তোমার রেখে যাওয়া বিষাদী ভালোবাসা।
আচমকা ভেসে আসা স্মৃতির সাতকাহন বেঁচে থাকে অমীয় স্বপ্ন ঘোরে।


আমি প্রতিদিনই চিৎকার করে বলতে চাই-
“এই পৃথিবী তোমার হোক, আমার হোক, আমাদের হোক!”
অথচ সেও আর বলা হয় না ।।