( উৎসর্গেঃ কবিতার মধ্যে যার নাম)
এ-কটি কবিতা জীনের কথা হাসি কান্না তার,
কে- দিয়েছে ছন্দে বাহার পাঠে চমৎকার।


দা-ও পরিয়ে মাল্য খানি সব কবিদের মানি,
স-ব কবিদের স্বপ্ন আশা কবিতার ডালি খানি।


মৃ-দু হাসি ক্লান্তিনাশী  কবি-কবিতার রস ধারা,
দু-খ পোহাতে সুখ আশাতে কবিতা ভালবাসে যারা।
ল-লনা-নর আহ্বান মোর কবিতা পাঠে দাও সাড়া।।


সংগলশী, নীলফামারী
রচনাকাল ১৮-০৪-২০১৭ ইং