আমি আজ ভুলেছি স্পেনের পাহাড়
জুলফিকার যেন কার নাম ।
কার চিঠিতে নীল নদের পানি
ঢেউ খেলতো অবিরাম।


আমি ভুলেছি নিজের কাঁধে
খোরাক বহন কারা।
আজ মাতাল আমি ভুলেছি পথ
উঠের রশি ধরা।


জুতা পায়ে রক্তের ঢালাই
কোন দেশেরেই মাঠে।
কি বলছি পাগল আমি
এমন কি আর ঘটে।


আমি ভুলেছি নবী জীবন
সত্যের সব বাণী।
জাতে ধর্মে- সম্মানে তাই
নেমেছে যত গ্লানি।


আমার যত মত যত পথ
তবু আমি উম্মত।
মুখে মুখে নেতার মতে
তবে আমি  একমত।


আমার এমন কর্ম নীতি, যদি
ওমর থাকিত হায়-
আমি দ্বি-খন্ডিত হয়ে যেতাম
তরবারির এক ঘায়।


রচনকালঃ ০১-০৪-২০২১ ইং
সংগলশী, নীলফামারী।