আমি যু্দ্ধে যাই- যুদ্ধ চাই না,
ওরা যুদ্ধ চায় যুদ্ধে যায় না ।


আমি শান্তির কাছে মেনেছি হার,
আমারও আছে পরিবার।
খোকা-খুকুর আদরের মুখ ছবি, ভেসে উঠে-
বুক ফাটে- আসে কান্না।।


আমি যু্দ্ধে যাই- যুদ্ধ চাই না,
ওরা যুদ্ধ চায় যুদ্ধে যায় না ।


আমি দেশের কাছে করেছি আঙ্গীকার-
আমি কবিতার কাছে মেনেছি হার-
সুর ছন্দ খুঁজে পাই নাতো আর-


এক পৃথিবী কেন হয় না এক পরিবার


জানি না জানি না জানি না..................................................



রচনাকাল : ১-৩-২০১৯
সরকার-পাড়া, সংগলশী,
নীলফামারী