আ,মি দেখেছি তাকে- সততা যাকে- করে আলিঙ্গন,
র,ঙ্গিন মন- কাজে সারাক্ষন- মজায় রাখে কর্ম অঙ্গন।
মা,নবতা তার- সৎ ব্যবহার- এমন মানুষ হয় কতজন,
ন,য়ন ভরিয়া তার- ছুরত দেখিবার- বারে বারে চায় মন।


আ,য় প্রান খুলে- দুই হাত তুলে- দোয়া করি তারে,
ন,ন্দায় খ্যাতি- নেক হায়য়াতে মাতি- কল্যানে যাক ভরে।
সা,ধ জাগে- সবার আগে- এমন জীবন করি গঠন,
রী,পু দমনে- সততা দানে- করি অন্যের উন্নতি সাধন।




রচনাকাল: ১৪-৭-২০১৯ ইং
রমগঞ্জ, নীলফামারী।