শোন গো বন্ধুবর সার্থহীন,
আমি চির দিন ।
ভাল বাসি কবিতার মাঝে,
খুজে নেব সকাল সাঝে।
শুধু তোমাকে——


তবে শোন মোর প্রিয়,
দুঃখ নাহি দিও।
ভাল বেসে দাও ভরিয়ে,
তব হৃদয়ে নাও জরিয়ে।
শুধু আমাকে——



শোন গো বন্ধুবর স্বার্থহীন,
আমি তোমাকে বিহীন।
কি করে ভাবি কবিতা,
এ যে বাস্তবতা।
শুধু আশাতে——


তবে শোন মোর প্রিয়,
এতোটুকু জেনে নিও।
তুমি বিনা কবিতা নেই আমার,
বেঁচে রবে কবি তোমার।
শুধু ভাল বাসাতে——


নিজ বাড়িতে--
রচনাকাল ২৩-0৩-২০০৭ ইং