প্র,থম পড়েছি সনেট তাহার কবিতার মাঝে কবিতায়,
ফে,র পড়েছি ছন্দ মিলে এদিক ওদিক অন্তরায়।
স,নেট যাহার ঝরনা হয়ে কাব্য পাতায় ঝরে,
র,ত্ন তিনি গর্ব তিনি দেশ জাতি সব পাঠকের তরে।


ড. তিনি লেখক কবি দেশ প্রেমিক বঙ্গ মাতৃমায়,


রা,হাপানে চায় ঐ বঙ্গপ্রেমে সেই সূদুরে কাব্য লিখে য়ায়।
জু,লুম নয় ভূমির টানে ভাবনা কথা কবিতায় রূপ পায়।।
ব,ঙ্গমাতার সন্তান ঐ নিউইর্য়কে সুনাম ছড়ায়।।।


ভৌ,তিক নয় সত্যি দেখা হয় যেন কবির সনে,
মি,ত্র করে কাব্য মালায় ছন্দ-সুরে আমায় বুকে টানে।
ক,থার কলি ছন্দে ফোটে কবি-কবিতা, পাঠকের জয় গানে।।