***  ***   ***   ***
উৎসর্গে: জাকির হোসেন বিপ্লব


জাগ্রত হও মানব-মানবতায়, ভালবাসায়, জপেনাম সত্যের এক স্রোষ্ঠায়,
কি,সের নেশায় মত্ত ওরে- বলনা কিসের আশায়।
র,ইবে কি আর- ওরে ভাবার- এই ধরনীর খেলায়।।


হো, হো হাসলি- নাকি কাঁদলি- বলনা কিসের তরে,
সে, সব তো মরীচিকা- নে রে টীকা- আয়না ফিরে ঘরে।
ন,য়তো তোর আত্বা- পাবে না পাত্তা-  স্বর্গ হতে দুরে।।


বি,বেক আছে- বুদ্ধি আছে- সত্য বুঝে সঠিক কাছে,
প,রের তরে- বিলিয়ে দেরে- স্রোষ্ঠার দেয়া যা কিছু তোর আছে।
ললাটে তোর- মিলবে ঘর-  তবে আট বেহেস্তের মাঝে,
বলতো সেদিন- মন রঙ্গিন- থাকবি কেমন সুখ-সাজে।


রচনাকালঃ ০৪-১০-২০২০
সংগলশী নীলফামারী।