গাছে কান্দে ঝরে পাতা ঋতু চক্রের শীত কালে ,
আমি কান্দি বিদায় বেলা, সময় ফুরোয় শেষ কালে হায় রে-
                                       সময় ফুরোয় শেষ কালে।।


গাছে হাসে পাতায় নিয়ে বসন্ত রাজ বাহারি,
আমায় হাসাতে আসবে কে বল- সতেজ মনও ধরি।
হবে না আর দেখা বুঝি আমার অশান্ত মন বলে হায়রে-
                    আমার অশান্ত মন বলে-     ঐ


যখন ছিলেন পাশা-পাশি সময় করলাম হেলা,
এখন কান্দে মন যে আমার ফুইরা গেল বেলা।
বিদায় দিতে মন না চায় জীবন গোল মালে হায়রে-
                                      জীবন গোল মালে-        ঐ


কত যে আপন ছিলেন বন্ধু বুঝিনি তো আগে,
হারানো ব্যথায় তাই মন যে আজি কাঁদে।
পাবনা তো তোমার মত বন্ধু কোন কালে হায়রে-
                     বন্ধু কোন কালে-   ঐ