**** কবি জাকির হোসেন স্যারের ১ লা ডিসেম্বর শুভ দিনের অগ্রিম উপহার স্বরূপ***


জা,গ্রত হয়  ঘুমন্ত মন কবিজির কবিতার চরণে,
কি,রণে মেলেছে আঁখি কবিজির সূর্য কবিতার সনে।
র,চিলেন কবিজি হৃদয়ের দরত মাখা মানবতার স্মরণে।।


হো,ক মানুষের মনুষ্যত্ব প্রকাশ কবিজির কবিতার পরশে,
সে, আশা মোর কবুল কর, হে মালিক তুমি আরশে।
ন,য়ন আলোয়- আলো দিও প্রভু সত্য রচিতে সাহসে।।


বি,ত্ত হয় চিত্ত ওরে কবিজির কবিতা-কাব্য ভাণ্ডারে,
প,লকে পলকে সবাই কবিতার স্বাদ  নাও সাদরে।
ল,বঙ্গ মুখশুদ্ধি রুপে - আত্মশুদ্ধি কবির কবিতা বাহারে।।
ব,লছি এক মনিবের ছোট্ট বান্দা আমি, সকলকে সাদরে।।


বিঃ দ্রঃ  কবিতাটির প্রতিটি চরণের প্রথম অক্ষরগুলো পরপর সাজালে আপনারা যে লাইন টি পাবেন তা হল= জাকির হোসেন বিপ্লব


রচনাকাল ০৩-১১-২০২০ ইং
সংগলশী, নীলফামারী।।
************