উৎসর্গেঃ-আমার মা


দুনিয়ায় কত জন,
দেখিনা মায়ের মতন।
যে জনম দিয়েছেন মোরে।।
মায়া-মমতা সোহাগ,
কে? দিয়েছেন ডাক।
সে তো মা আমার বুকের ঘরে ।।


ধরিয়া মোরে বুকে,
রেখেছেন কত সুখে ।
মা কভু বুঝিতে দেননি দুঃখ।।
কত কষ্ট করে,
করেছেন লালন মোরে।
তবুও হাসিতে ভরা ছিল মায়ের মুখ।।


কত রকম গল্প বলে,
পাড়িয়েছেন ঘুম নানা ছলে।
মোরে ঘুম পাড়িয়ে জেগে ছিলেন নিশি রাত।।
নিজে অনাহারে,
দিয়েছেন অন্ন মোর মুখভরে।
মাথায় বুলে দিয়েছেন আদরী হাত।।


পেয়ে মায়ের পরশ,
হয়েছি সরশ।
মায়ের মতন বল কয়জনা।
সোনার ঢুলানীর চেয়ে,
মায়ের কোল পেয়ে।
ভুলে গেছি সকল যতনা।।


নিজ বাড়িতে...
রচনাকালঃ ১২/১১/২০১৬ইং