( উৎসর্গেঃ কবিতার মধ্যে যার নাম)


অ-ন্তরে ঠাই কবিতা ভাই আমি কবিতাকে ভালবাসি,
নু-পুর ছন্দে মনানন্দে লিখে যাই প্রকৃতির ছন্দে মিশি।
প-রের কথা নিজের কথা জ্ঞানী গুনী কিবা ঋষি।।


ম-নন মোর শুভ তরে কবিতা হয়ে ঝরনা ঝরে,
জু-লুম রুখে শান্তি ধেয়ে নেমে আসুক জগৎ জুড়ে।
ম-নুষ্য মানবী মনে সর্বগুণে কবিতাও দেয় ভরে।।
দা-হ মিটাই কবিতা পড়ে কবিতার নীড়ে আসি,
র-ঙ্গনা সুভাস সম কবিতা প্রিয়তম তোমায় ভালবাসি।



সংগলশী, নীলফামারী
রচনাকাল ১২-০৪-২০১৭ ইং