ও প্রিয় দিল তুমি যদি থাকতে পাশে,
আমি হতাম মস্ত বড় কবি ।
রং নেই তুলি নেই মনের মাধুরী রঙ্গে ,
কল্পনার আচড়ে আঁকি তোমার ছবি ।


আজ মনে পরে খুব মনে পরে তোমার কথা ।।


সমাজের মাখা কথিত ভয়ে
চলে গেছো বহু দুরে ।
সাজিয়ে ঘর মাতিয়ে আছো
আপন ছন্দ সুরে ।


চলে গেছো দিয়ে গেছো
বেসুর কবিতার ছন্দতা ।।


যে ছন্দতার বিরহ আগুনে
পুরেছে মোর সুর ।
কি করে বুজবে হে প্রিয় দিল
চলে গেছো বহু দুর ।


চলে গেছো দিয়ে গেছো
বুক ভরা অসীম শুন্যতা ।।


তুমি হীনা ছন্দ শব্দ শৈলীরা
বন্দি হতে চায় না ।
অনুপমতায় উচ্ছাসে কবিতা
লেখা আর হয় না ।


তাই পরে রয় মোর প্রমাদি কবিতার খাতা ।।


আজ তুমি যদি দেখতে সেই খাতা
আগের মত করে ।
অনেক  বকা দিতে আমায়
কবিতা না লিখার তরে ।


তুমি হীনা পাবেনা কবিতারা পূর্ণ্যতা ।।