এই পৃথিবীর তপ্ত বুকে, শান্তির নীড় যদি গড়ো ,
তার চেয়ে আরো ভাল ও ভাই আত্নশুদ্ধি করো।
কবির কাছে অনেক দামি- সুর ছন্দে কাব্য খানি,
তার চেয়ে আরো দামি- (বিপ্লব) গদ্য-রীতিতে পদ্য খানি।
স্বাক্ষর রাখে আত্নশুদ্ধিতে বিপ্লবী ভূমিকার,
(বিপ্লব স্যারের) অভিন্ন বৈশিষ্ট্য কবিতার ।
তাহলে সুর ছন্দময় কাব্যের আব্দুস সোবহান রুসাফীর কি দারকার।।
তার পরেও বলি, সব সু-চিত্ত বৈশিষ্ট্যময় কবিতার দরকার,
তাহলে সমৃদ্ধ হবে বাংলা কবিতার ভান্ডার।
হোক জয় সু-চিত্ত কবি ও কবিতার।।


একটি সু-চিত্তের ভাল কবিতা যা পাঠকের মনের খোরাক জোগাবে- আনন্দ দেবে- যা মানবের আত্নশুদ্ধিতে স্বাক্ষর রাখবে, আর সে কবিতা ছন্দময় হোক আর না হোক তাতে আমার ( রুসাফীর ) কোন যায় আসে না।