আলোময় গল্প রেখা মুছে এই শেষ আলো যেভাবে কোথাও চলে যায়,
মাঝে মাঝে হঠাৎ হঠাৎ যেভাবে
মনের ভুলে মনে আসে না ভোলা ইতিহাস
অসময়ে অবেলায় পাখিদের ভাবনা দিয়ে নিঃস্তব্ধ আকাশে গহীনে নিমগ্ন স্বপ্ন সুখের ভালবাসা উড়িয়ে।


দিগন্ত সময় পাঠশাল দালান নীড় পথ কৃষ্ণচূড়া
সান্ধ্য বাতাস মুগ্ধিত।
দূরের আকাশের দিকে নির্বাক থমকানো কর্মহীন চোখ!


দেয়াল পেরিয়ে....
অপলক কল্পনা,ভাবনা থামিয়ে....
ওখানে আর যাবোনা!


বিশাল আশা ব্যর্থতার চরম ক্ষত
আপন করে লেগে থাকে গায়ে।


বাঁধন ছাড়া সংগহীন আর্তনাদ রহস্যময় জীবনের ফাঁকে বাঁকে কূলে
গহীনের ভালবাসায় ফুরিয়ে যাবার আগে


এই শেষ আলো....


আর তখন....
ফিরে আসা সেই সব স্বপ্ন সত্যি হবে কি?


আর এখন....
সংগীহীন অসংখ্য রাতের পথ আবারো সমীকরণের খাঁচার সমীপে বন্দী
দিনশেষে ওখানে আর যাবো না!