"আঞ্চলিক ভাষায় রচিত"


আগের দিন বাঘে খাইছে
আইছে নোয়া কাল
নেড়ি কুত্তা হাইছে সুযুগ
খামচায় বাঘের গাল


খেঁরের হারায় ইঁন্দুরের চা
বিলাই গেছে চাইতো
দুষ্ট ইঁন্দুর খাপ দি রইছে
বিলাই ধইরা খাইতো


মুরগির বাইচ্ছা ঠোঁর মারি
লই যার-গই চিলে
কেরুম লাগে হেই সমে ওই
মা মুরগির দিলে?


বারিষ কালে বাউয়া ব্যাঙ
টক্কে খালের হাড়ে
মাডিয়া হাঁপে সুযুগ বুঝি
মারে ছোবল ঘাড়ে


রাইত বারোটার হরে বেলে
ইঁডা মারে জিনে
টুপুস টুপুস মাইত্তে থাকে
ভাঙা ঘরের টিনে


ইবলিশ শয়তান ঢোল বাজায়
আর তবলায় হনুমান
ধলা কাউয়ার গলা খারাপ
ছাগল ধইচ্ছে গান


হবনে দেই এক মোল্লা বেডা
হাশ কাডি যার কই
বাছা, মুতে হাইলে না খাড়াই
মুতবা একটু বই


ভাইবলাম মেলা আল্লা-ওয়ালা
নইলে স্বর্গের ধুত
শেষে মুতাই ছাড়লো খাটের উর্পে
ঐ হোমন্দির পুত।