কালের গালে চুমি এঁকে যায় রে বসন্তে
     বেলা বয়ে যায় আমার অধীর ভাবান্তে
নিরলে নিশি দেখ রে চাহি দূর নীলিমায়
     স্বচ্ছ নীলাভ গগনে নাহি কালির কালিমা


তবু ঐশী তারা মগ্ন ঘুমে দেখিয়া অবাক
হে রক্ত বিরাগ আমি সজাগ আদৌ সজাগ।


এলে বসন্ত জাগে কান্ত রাগের সমাহার
     বিরাগ বিহনে বসন্ত বিয়োগ সমাচার
বারিষারই বারি ভরা এ মোর নেত্র সিন্ধু
     তু'বিহনে নেত্রকোনে শীতের শিশির বিন্দু


অজান্তে জানতে মাঁঙ্গো কি সেই দীল'দেরাগ?
কেন রে বিরাগ আমি সজাগ আদৌ সজাগ?


রঙ্গ সাজের বাহারি সাজে এসেছিলি ভবে
     বাঁকা নয়ন ফাঁকে দেখে আঁখ জুড়েছি তবে
আমার হাঁসি বন বাসি মনে যে বান বহে
     ওহে, নিদ্রা বিনে নিদ্রা নিশী অন্য কারো নহে


কালের অকাল নিম্নাধারে হারানো হে রাধা
হে বিরাগ আমি সজাগ আদৌ যুগের আধা।