💞"নাহির মুসনাদ (আরিয়ান) এর সৌজন্যে রচিত"💞


কালের ভারে কুঁজো বুড়ি
চন্দ্রিমার ঘেনঘেনানি
অহরহ অক্ষিগত ঐ
বুড়োচাঁদের ভ্রুকুঁচকানি।


একবার গেলে দৃস্টিপাতের
খাতির জমা তার নাই
অমানিশায় দিক হারিয়ে
বি'দিক অন্ধ কানাই।


এমন হলে কেমন করে
চলবে জগৎ সংসার
মহারাজের ধ্যান ধারনা
নবীন কিছু দরকার।


চন্দ্রালো হ্রাস পেয়েছে
বক্ষে বিশাল খাদ
তাইতো বটে এই জগতে
আরেক নব্য-চাঁদ।


অধিরাজের নয়াছক
যেই ভাবা সেই কাজ
জাত মানবে উন্নীত
এক ফালি দ্বিজরাজ


আঁধার ভুবন আলো করে
যে দেখাবে দিশা
চলার পথে পাক পথিকে
সস্তি অমানিশায়।


আপনালয় আলো করে
সৃষ্টি "নাহির মুসনাদ"
কেউ জানেনা এই শিশু
মোর দোসরা নব্য-চাঁদ।