হার কদমে পীর মুরিদের শামিয়ানা টাঙ্গা
       বিনে পুঁজির ধর্ম ব্যবসা এই ভূখণ্ডে চাঙ্গা


ধর্মান্ধ ঢের অনুগ সেথায় এক্কেবারে সস্তানা
       খেপা'চ্যালা মাতিয়ে রাখে ধর্মধ্বজীর আস্তানা


অনুজ্ঞাহীন এই বাণিজ্যের নিধি নিছক ধর্ম
       স্বর্গ-দ্বার ছাড়-পত্র বিকান বহান গাত্র ঘর্ম


স্বীয় স্বর্গ ঠিক নাই, সে পরের তরে গ্যারান্টার
       ঐ সুতপার দু'কপোলে মল মূত্র পা'য় চাঁটা মার


যতই ধর্মের ঘুড়ি ওড়ান নাটাই রবের ভুজে
       সাচ্চা মুরিদ কখনো পীর আস্তানায় খুঁজে?


মা'বাবার চে নাই বড় পীর বানী আল্লার খলিল
       শাশ্বত সে তথ্য প্রকট কোরআন হাদিস দলিল


স্বচক্ষে দেখ্ আস্লী পীর তোর আপনালয় ন্যস্ত
       তবুও অগা পীর সন্ধানে ভণ্ড শালায় ব্যস্ত


ধর্মের ছলে কল কৌশলে চলছে ঈমান হরন
       রবের পদে সিজদা না দি চুমায় পীরের চরন


ওহে সত্যনিষ্ঠ দীনের যাজক কই তোরা'সবে
       ধর্মধ্বজীর কব্জে দেশটার দখল নিতে হবে


ছুটে আয় সকলে দীনের তরে না করিও ডর
       যত ভণ্ড নিপাত কর্ ওদের টুঁটি চেপে ধর্


বহুরুপি পীরের পসার সহজলভ্য সু'দামে
       পাঁচমিশালী পীর গোপিত ভণ্ডপীরের গুদামে