গ্রীষ্মের উড়ন্ত বাতাস যখন
তোমার খোলা চুলে দোল খেলে,
সূর্যমুখী আর রজনীগন্ধার সুভাসে
কালবৈশাখী ঝরের মতো
আমাকে যেন স্বপ্ন পুরীতে উড়িয়ে নিয়ে যায়।
বলতে পারো প্রিয়া কেন এমন হয়?


বর্ষার অবিরাম বর্ষণে
তোমার ভেজা চুলের মাদকতার গন্ধে,
শাপলা,কদম,পদ্ম আর ঘাস ফুলে
বন্যার অবিরল ধারার মতো
আমাকে যেন পাতাল পুরীর দেশে ভাসিয়ে নিয়ে যায়।
বলতে পারো প্রিয়া কেন এমন হয়?


শরতের শিশির ভেজা ভোঁরে
তোমার দীঘল কালো বেণী চুলে,
শেফালি আর বেইলী ফুলের মালায়
উড়ন্ত সাদা কাশফুলের মতো
আমাকে যেন রূপকথার দেশে উড়িয়ে নিয়ে যায়।
বলতে পারো প্রিয়া কেন এমন হয়?


হেমন্তের হলুদ সকালে
তোমার লম্বা চুলের খোঁপার ভাঁজে,
হলুদ সরষে ফুলে মৌমাছি যেমন খেলা করে
নবান্নের পিঠার ঘ্রাণে মনকে তেমনি ভরিয়ে দিয়ে যায়।
বলতে পারো প্রিয়া কেন এমন হয়?


শীতের ঘন কুয়াশা যখন
তোমার উস্কোখুস্কো চুলে ,
ডালিয়া আর হলুদ গাঁদা ফুলে
কুয়াশার তুষার ধোয়ার মতো  
আমাকে যেন একেবারে শীতল করে দিয়ে যায়।
বলতে পারো প্রিয়া কেন এমন হয়?


বসন্তের মুক্ত বাতাস যখন
তোমার এলোমেলো চুলে ঢেউ খেলে,
বকুল,গোলাপ আর কৃষ্ণচূড়ার ডালে
কোকিলের পাগল করা কুহু ডাকে
আমার  দুচোখের ঘুম কেড়ে নিয়ে যায়।
বলতে পারো প্রিয়া কেন এমন হয়?