ছোট বেলা করতাম খেলা
দড়ি তে বেধে লাটিম,
লুকিয়ে খেতাম চড়ুইভাতি
চুরি করতাম ডিম।


সকাল থেকে শুরু হতো
খেলা আমের আঁটি,
মা কখনো রেগে গিয়ে
নিয়ে আসতো লাঠি।


খেলতাম মোরা  ইচিং-বিচিং
নাটবল্টু , কুতকুত
খেলায় যখন হেরে যেতাম
ধরতাম নানান খুঁত।


বড় ভাই যত্ন করে
বানিয়ে দিতো ঘুড়ি,
ঘুড়ি উড়ানো শেষ করে
খেলতাম লুকোচুরি।


ভাই বোন সবাই মিলে
খেলতাম  চোর পুলিশ,
ঝগড়া  করে মায়ের কাছে
এসে দিতাম নালিশ।


বৃষ্টি হলে হয়ে একজোট
দল বানিয়ে খেলতাম  গুল্লাসুট।
মা এসে দিতো বকা
খেলতাম যখন ফুলটুকা।


খেলতাম মোরা সাত চারা
প্রতিপক্ষ কে করতাম তাড়া,
রুমাল চুর আর রস-কস
চুর হলেই মাইর টস টস।


কানা-মাছি ভু ভু,
যারে পাবি তারে ছু।
বরফ পানি আর ছোঁয়া-ছুই
আনন্দ মোরা কোথায় থুই।


আমরা কি আর কাউকে ডরাই
খেলতাম তাইতো মোরগ লড়াই,
এ লন্ডি লন্ডন এখন আর নাই
আবার ছোট বেলা ফিরে পেতে চাই।।