সকাল বেলা বৃষ্টির নামে
কোক্কুরুৎ মোরগ ডাকে
প্যাঁক প্যাঁক হাঁসেরা নাচে
গ্যাঙোর  ব্যাঙ বৃষ্টির ঝাঁকে।


সকাল শেষে দুপুর বেলা
মাছেরা সব করে খেলা
একদিকে বৃষ্টি আসে
অন্য দিকে রোদেরা হাসে।


রোদ গড়িয়ে বিকেল হলে
বৃদ্ধ যুবক দলে দলে
কলা গাছের ভেলা নিয়ে
জাল ফেলে মাছ তুলে।


সন্ধ্যা হলে বৃষ্টি থামে
হুক্কা হুয়া শিয়াল ডাকে
সারা দিনের বৃষ্টির শেষে
পুরো গ্রাম পানিতে ভাসে।


রাতে আবার বৃষ্টি শুরু
হাম্বা হাম্বা গোয়ালে গরু
আশে পাশে নদী নালা
ভাসিয়ে নেয় গাছ পালা।


বানের পানি সারা গ্রামে
জীবন তাদের গিয়েছে থেমে
ঘরের ভেতর হাঁটু পানি
বাকি শুধু বিছানা খানি।


টাপুর টুপুর বৃষ্টি রাতে
ভাঙ্গা টিনের চালে
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে
বিছানা ভিজে জলে।