সত্য পথের সৈনিক মোরা সত্যের পথে চলি
সত্যের জন্য মোদের জীবন করবো বলি
যতই আসুক বাধা সব ভেঙ্গে করবো ক্ষয়
সত্য পথের সৈনিক মোরা সত্যের হবে জয়।


সত্যের পথ অগ্নিময়, আসতে পারে বাধা
সত্যের পথ উষ্ণ-প্রখর, দিবে লোকে কাদা
সত্যের পথ কাঁটায় ঘেরা, ভীষণ  উত্তপ্ত
সত্যের পথ ধরেই মোরা জ্বালাবো প্রদীপ্ত।


সত্যের পথ কষ্টে ঘেরা, সত্যের পথে সুখ
সত্যের পথে নেই হতাশা, আনন্দে ভরে বুক
সত্যের পথে শক্তি ভীষণ, শান্তিতে ঘেরা
সত্যের পথে নেইকো ঘৃণা, ভালবাসায় ভরা।


সত্যকে কোন দিন রাখা যায় না আটক
সত্যকে ধ্বংস করতে পাতুক যতই  ফাটক
যতই করুক সত্যকে আটক রাখার ফন্দি
বেরিয়ে আসবে সত্য ঠিকই ছেদ করে সব গণ্ডি।


মিথ্যার ক্ষণিকের জন্য কখন হয় জয়
সেই জয় কখনও দীর্ঘস্থায়ী নয়
সত্যের কখনও হয় না পরাজয়
মিথ্যা চির দিন মিথ্যা হয়েই রয়।