ধর্ষণ,গুম,খুনে
সমাজে আজ ধরেছে ঘুণে
বিচারের কথা বলতে গেলে
টাকা নিচ্ছে গুনে গুনে।


চাঁদাবাজি,ছিনতাই যাচ্ছে বেড়ে
কতো জীবন নিচ্ছে কেড়ে
মাদক, জুয়া ঘরে ঘরে
পরিবার গুলি যাচ্ছে মরে।


ঘুষের জাল যাচ্ছে বুনে
রঙ বদ্‌লায় ক্ষণে ক্ষণে
প্রতিবাদ করতে গেলে
কতো মানুষ যাচ্ছে জেলে।


সততা, দেশপ্রেম দেখতে হলে
যেতে হবে জাদুঘরে।
পেশি শক্তির প্রভাবে আজ
খাচ্ছে তারা মাথায় চড়ে।


বলে বলে গলা ফাটালে ও
ফেলফেলিয়ে যাচ্ছে শুনে
কথা তাদের যায় না কানে
এই কথা সবাই জানে।


কতো নিয়ম কতো জনে
এসব নিয়ম কেবা মানে।
হাজার নিয়ম গরীব জনে
বড় লোকে গুনে গুনে।


কতো লোক যাচ্ছে মরে
কথা কেউ  কয় না ডরে
বললাম আমি গানে গানে
যাবে কি তাদের কানে?