শক্ত করে ধর হাল
ভেঙ্গে যেন না যায় পাল
হারিয়ে যেন না যায় তীর
মোরা দুই দিনের মুসাফির।


কোকিলের কুহু সুরে
ফেলো না পথ হারিয়ে
নিশানা যেন না যায় ছিঁড়ে
যেতে হবে আপন নীড়ে।


রাস্তা বড় আঁকাবাঁকা
কাক গুলো ডাকছে কাকা
দিলে সেই ডাকে সাড়া
হয়ে যাবে পথ হারা।


রাস্তা তুমি করোনা ভুল
দেখে বিচিত্র সুন্দর ফুল
ফুলের ঐ সুবাস প্রেমে
যেও না পথিক তুমি থেমে।


বুঝবে তুমি সন্ধ্যা হলে
পাপড়ি সব ঝরে গেলে
কাটা গুলি সঙ্গে নিয়ে
যেতে হবে বহুদূরে ।


আর কতদিন থাকবে পারে
একদিন ঠিকই যেতে হবে
যেতে হবে আপন ঘরে
ফেল না পথ হারিয়ে।


চালক যতই হোক সে পাকা
যেতে হবে শুধুই একা
যেতে হবে আপন নীড়
মোরা দুই দিনের মুসাফির।