যখন ঐ আঁধার রাতের তারা গুলো
নিভু নিভু হয়ে আসে,
যখন নিঃশব্দতার কত সুর নীররতার
কত কাহিণী শোনায়,
যখন দুর আকাশের তারা গুলো নিস্তব্দতার
সম্ভাষণ জানায়।
পূর্ণিমার চাঁদটি যখন পশ্চিমে একটু একটু
ঢলে পড়ে।
শন শন বাতাশে নির্ঘুম রাতে আমার মনটা
উতলা করে তোলে,
যখন আমি আলো আঁধারে কিছু খুঁজতে চাই,
আমার তো সবই আছে,
তবে কি একটা কারণে যেন নিজের
স্বপ্নকে হারাই।
আমার স্বপ্ন গুলো এখন একটু একটু
করে হারাতে চলেছে,
যেদিন ঐ সর্বনাষী হৃদয়হীন, হৃদয়হীন
বলে গালি দিয়েছে।