খুব খুব ভোরে উঠে আমি একলা,
গাঁছ তলে বসে বসে করছি খেলা,
চারি দিকে ভেসে যায় ছন্দের মেলা।
কিছু নেই, কিছু ফেলি, কিছু যায় উড়ে,
কত সুর চলে যায় আসে আবার ফিরে,
জালানাতে উকি দেয় যায় নাকো দুরে।
কত গান, কত সুর, আকাশেতে ভাসে,
মেঘের মাঝে রবি ওঠে পুর্বকাশে,
সুর আছে, ছন্দ আছে, তুমি নেই পাশে।
যতনে পুষি আমি একটা পাখি,
এতো দেখি তবু কেন ভরে নাকো আঁখি?
উত্তাল হৃদয়টা বেধে আমি রাখি।
চলে তুমি যেও নাকো ওরে বিদেশি,
আমার চোখের জল এতো যে বেশি,
সহিতে পারিব নাকো কান্নার হাসি।
যদি তুমি নাহি শোন বলব না কিছু,
আঁচল ধরিয়ে আমি চলিব পিছু,
কে কি বলে তাতে যায় নাকো কিছু।