যদিও তোমার দু'চোখের চাহনি
শিং ছাড়া হরিণীর মত নয়,
হয়তবা, তোমার গলার সুর
বসন্তের কোকিলের মত নয়,
আমি বলব না, তোমার দাঁত গুলো
জোছনা রাতের উজ্জ্বল তারার মত,
যেখানে শত নীরবতায়, চাঁদের আলোই
সুরভী ছড়ায় শত।
ডানা কাঁটা তুমি, চোখের যুগল,
অত লাগে না ভালো,
গাঁয়ের রং তোমার ফরশা নয়কো,
না শ্যামলা বরং কালো,
তবু হৃদয় বিগলীত আমার,
বাসব আমি ভালো