এই গৃষ্মের কাঠ-ফাঁটা রোদ্দুর,
কখনো বা ঘর্মার্তে ভেজা ভর দুপুর,
কখনো আবার ঝুড়ো হাওয়ায়
হয়ে যায় মেঘের সৃষ্টি,
আচমকা এসে যায় বৃষ্টি,
অভিমান কখনো যদি জমা হয়ে রয়,
বৃষ্টি নামে অশ্রু হয়ে ঝরে যায়।


কিন্তু কখনোবা জীবনের কালে
বেদনাশ্রু হৃদয়ে জমা হয়ে গেলে,
বয়ে যায় না হয় দূচোঁখের অশ্রু,
তবে ঝরে নাকো কভু বেদনাশ্রু।